মাদারীপুরের মাহবুব ৪ লাখ রুপিসহ রংপুরে ধরা

ভারত থেকে অবৈধপথে আনা তিন লাখ ৭৭ হাজার রুপি জব্দ করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যা বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ ৪৫ হাজার ১৫৯ টাকা।

নগরীর মডার্নমোড়ে নাবিল পরিবহনের একটি বাস থেকে এসব মুদ্রা জব্দ করা হয়। এসময় মাহবুব হোসেন নামের এক যাত্রীকে আট করা হয়। সে মাদারীপুরের শিবচর উপজেলার সাহেব বাজার (কুতুবপুর) এলাকার ডা. গিয়াস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি রুপিসহ মাহবুবকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোচে মাহবুবের পায়ের সাথে বেধে রাখা অবস্থায় ভারতীয় রুপিগুলো উদ্ধার করা হয়’।

আটককৃত মাহবুবের বিরুদ্ধে ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন এসআই দুলাল মিয়া।

এইচএ/২৫.০১.১৯