মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানো হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করে মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে’।

তিনি বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বড় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আযাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমউদ্দীন শাহ ও সাধারণ সম্পাদক আফসার আলী।

প্রতিমন্ত্রী বিকালে তাঁর নির্বাচনি এলাকা বিরল উপজেলায় অপর এক সংবর্ধনা অনুুষ্ঠানে যোগ দেন। এক সরকারি তথ্য বিবরণী সূত্রে জানা গেছে এসব তথ্য।

এইচএ/২৪.০১.১৯