মার্কিন ‘রাজত্ব’ হারাচ্ছেন ট্রাম্প, জনমত জরিপে সেরা বাইডেন

ডোনাল্ড ট্রাম্প হারাতে বসেছেন মার্কিন ‘রাজত্ব’, এই রিপাবলিকান প্রার্থী হেরে গেছেন দ্বিতীয় ও শেষ বিতর্কে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নিজস্ব তথ্যের ভিত্তিতে এই তথ্য প্রাকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে মার্কিন জনগন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে জানিয়ে সিএনএন।

নির্বাচনের মাত্র ১২ দিন আগে বৃহস্পতিবার রাতে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে দ্বিতীয় ও শেষ বিতর্কে ট্রাম্প ও বাইডেন নিয়ম অনুযায়ী দুটি টিভি বিতর্কে অংশ নেন।এ নিয়ে দর্শকরা বিভিন্ন জরিপে অংশ নেন। সিএনএন পোল বলছে, চূড়ান্ত বিতর্কে  ভালো করেছেন বাইডেন, পিছিয়ে পরেছে ট্রাম্প।বাইডেনের পক্ষে সমর্থন দিয়েছে ৫৩ শতাংশ দর্শক, ট্রাম্পের পক্ষে রয়েছে ৩৯ শতাংশ সমর্থন।

এ ছাড়াও মার্কিন সংবাদমাধ্যম ডেটা প্রোগ্রেস ও ইউএস পলিটিকসের জরিপে এগিয়ে রাখা হয়েছে বাইডেনকে। ডেটা প্রোগ্রেস জরিপে ৫২শতাংশ বাইডেন, ৪১ শতাংশ ট্রাম্প ইউএস পলিটিকস জরিপে ৫২ শতাংশ বাইডেন ও ৩৯শতাংশ ট্রাম্প জনমত পেয়েছে।

বিভিন্ন জরিপে প্রথম বিতর্কেও ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জয়ী হয়েছিলেন। হেরে গিয়েছিলেন  রিপাবলিকান ট্রাম্প।

আরআই/ রাতদিন নিউজ