মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, নারী পুলিশসহ আহত ৩

পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে রাজধানীর মালিবাগে। এ সময় দায়িত্বরত এক নারী পুলিশসহ তিনজন আহত হয়েছেন।

রোববার, ২৬ মে রাত পৌনে ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ওই নারী পুলিশের নাম রাশেদা (এএসআই)।তিনি ডিএমপির ট্রাফিক (পূর্ব) সবুজবাগ জোনে কর্মরত। আহত আরেকজনের নাম লাল মিয়া। তিনি পেশায় রিক্সাচালক। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে গাড়িচালক কনস্টেবল শফিক সংবাদমাধ্যমকে বলেন, ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা কী যেন ছুঁড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

ওই কনস্টেবল জানান, এ সময় আশপাশের দালানের গ্লাসও ভেঙ্গে গেছে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাতে গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪২) ও কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন।

পরে ওই হামলার দায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল।