মা ইলিশ ধরায় ১১৫ জেলের ১ বছরের কারাদন্ড

শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

সোমবার, ১৪ অক্টোবর রাত দুইটা থেকে ভোররাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৫৪৫ কেজি মা ইলিশসহ ১১৫ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির।

উল্লেখ্য, শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া থেকে গোসাইরহাট উপজেলার খুনের চর পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর মোট ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য সব ধরনের জাল ফেলার নিষেধাজ্ঞা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির বলেন, আমাদের এ অভিযান অব্যাহত আছে এবং বাকি দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।

শান্ত/রাতদিন