নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ’৭১ এর পরাজিত শক্তি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অরাজকতা করে ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলার পায়তারা করছে। কিন্তুু তারা জানে না যে, জননেত্রী শেখ হানিসার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। কাজেই ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না।
তিনি আরোও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিবর রহমানের নাম থাকবে। বঙ্গবন্ধু কোন ব্যক্তি নয় তিনি একটি আদর্শ ও একটি প্রতিষ্ঠান, তিনি জাতির পিতা। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ রোববার, ৬ ডিসেম্বর বিকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ইউএনও ছন্দা পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহসভাপতি মো. জাফুরল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের মো. মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী প্রমুখ।
এইচএ/রাতদিন