মুক্তিযোদ্ধা বা নদীর নামে নামকরণ হবে সেতু-অবকাঠামোর

এখন থেকে যেসব সেতু বা অবকাঠামো নির্মাণ হবে সেগুলো স্থানীয় কোনো মুক্তিযোদ্ধা বা পণ্ডিত ব্যক্তির নামে নামকরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার, ২৭ ফেব্রুয়ারি একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা বা পন্ডিত ব্যক্তির নামে না হলে অবকাঠামোগুলো হবে নদীর নামে।’

মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহুতল ভবনের পরিবর্তে নিজভিটায় তাদের বাড়ি করে দেবে সরকার। যাদের জমি নেই তাদের জমিসহ বাড়ি করে দেয়া হবে। এজন্য প্রকল্প সংশোধন করে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে

এর আগে সকালে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এইচএ/রাতদিন