মুদ্রাস্ফীতির কবলে পাকিস্তান, ১২০ রুপিতে মিলছে ১ হালি ডিম

পাকিস্তান ভয়াবহ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।  করোনাভাইরাস মহামারীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়েই চলেছে দেশটিতে।  সেখানে এখন  একটি ডিমের দাম ৩০ রুপি।  এক হালি ডিমের দাম ১২০ রুপি। এ খবরটি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য ডন।

এছাড়া এক কেজি আদার দাম এক হাজার রুপি ছাড়িয়েছে! প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে  ১০৪ রুপিতে।  প্রতি কেজি গম বিক্রি হচ্ছে ৬০ রুপিতে।  

সাবেক ক্রিকেটার ইমরান খান দেশটির অর্থনীতির বেহাল দশা কাটিয়ে সুসময় এনে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন।  তেহরিক-ই-ইনসাফের গঠিত  সরকার নির্বাচনী প্রতিশ্রুতি কোনোভাবেই রক্ষা করতে পারেনি।

দেশটিতে দারিদ্রসীমার নিচে বাস করছে প্রায় ৫০ শতাংশ মানুষ। বর্তমানে সাধারণ মানুষকে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

আরআই/রাতদিন