মৃত্যুর মিছিলে আরও ২২, শনাক্ত ছাড়ালো ৩৮ হাজার

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৫৪৪ জন। এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন। আজ সুস্থ হয়েছেন ৩৪৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

বুধবার, ২৭ মে দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫ টি। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ৫৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২ মে ৫৫২ জন, ৩ মে ৬৬৫ জন, ৪ মে ৬৮৮ জন, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬ জন, ৮ মে ৭০৯ জন, ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, শরীরে ধরা পড়ে কোভিড-১৯ নামের ভাইরাসটি।

১১ মে প্রথমবারের মতো দেশে একদিনে সহস্রাধিক করোনারোগী শনাক্ত হয়। সেদিন ১ হাজার ৩৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। এরপর ১২ মে ৯৬৯ জন, ১৩ মে ১ হাজার ১৬২ জন, ১৪ মে ১ হাজার ৪১ জন, ১৫ মে ১ হাজা ২০২ জন ও ১৬ মে ৯৩০ জন, ১৭ মে ১ হাজার ২৭৪ জন, ১৮ মে ১ হাজার ৬০২ জন, ১৯ মে ১ হাজার ২৫১ জন, ২০ মে ১ হাজার ৬১৭ জন, ২১ মে ১ হাজার ৭৭২ জন, ২২ মে ১ হাজার ৬৯৪ জন, ২৩ মে ১ হাজার ৮৭৩ জন, ২৪ মে ১ হাজার ৫৩২ জন, ২৫ মে ১ হাজার ৯৭৫ জন, ২৬ মে ১ হাজার ১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ২৬ মে, মঙ্গলবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ৪৭৫ জনে। তথ্য ওয়ার্ল্ডোমিটারের।

জেএম/রাতদিন