মোটরসাইকেলের নিবন্ধন ফি অর্ধেক কমল

মোটরসাইকেলের নিবন্ধন ফি অর্ধেকের বেশি কমিয়েছে সরকার। মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতদিন ১০০ সিসি বা এর কম ইঞ্জিন শক্তির মোটরসাইকেলের নিবন্ধনে খরচ পড়ত চার হাজার ২০০ টাকা। এখন তা দুই হাজার ২০০ টাকা কমিয়ে দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ১০০ সিসির উপরে হলে আগে খরচ পড়ত পাঁচ হাজার ৬০০ টাকা, এখন তা নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকায়

প্রজ্ঞাপনে বলা হয়, মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম হলে পূর্বনির্ধারিত শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি চার হাজার ২০০ টাকার জায়গায় দুই হাজার টাকা হবে।

এতে আরও বলা হয়, মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির উপরে হলে পূর্বনির্ধারিত বিদ্যমান শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি আগের পাঁচ হাজার ৬০০ টাকার জায়গায় তিন হাজার টাকা হবে।

এনএ/রাতদিন

মতামত দিন