মোহালি স্টেডিয়াম থেকে সরানো হলো পাক ক্রিকেটারদের ছবি

পাঞ্জাবের মোহালি স্টেডিয়াম জুড়ে এতদিন শোভা পাচ্ছিল ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ, আফ্রিদি, ওয়াসিম আকরামদের একাধিক ছবি। গ্যালারি ছাড়াও, লং রুম, রিশেপসন ও হল অফ ফেম এরিয়ায় ছিল ছবিগুলো।

বিশ্বকাপ সেমিফাইনালসহ বিভিন্ন সময়ে তোলা সেই ছবিগুলো এখন থেকে আর সেখানে দেখা যাবে না। কাশ্মীরে ভারতের আধা সামরিক বাহিনী বা সিআরপিএফ’র অন্তত ৪০ সেনা নিহতের ঘটনায় স্টেডিয়াম থেকে সরিফে ফেলা হয়েছে।  

প্রাণ হারানো সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোশিয়েশনের (পিসিএ) এক বৈঠকে ছবি নামিয়ে ফেলার সীদ্ধান্ত হয়৷

আর এর পরই রোববার, ১৭ ফেব্রুয়ারি মোহালির স্টোডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের সবগুলো ছবি সরিয়ে নেয়া হয়।

কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল এর খবরে বলা হয়, গোটা স্টেডিয়াম জুড়ে ১৫টি ছবি সাজানো ছিল৷

২০১১ সালের বিশ্বকাপে ভারত-পাক সেমিফাইনাল হয়েছিল মোহালি স্টেডিয়ামে৷ এই ম্যাচে ভারত ২৯ রানে শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানকে হারিয়ে দেয়।

পিসিএ’র ট্রেজ়ারার অজয় ত্যাগী বলেন, পুলওয়ামায় শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই এটা করা হয়েছে৷

এর আগে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক পাক ক্রিকেটার ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি৷

এইচএ/রাতদিন