ম্যাগি নুডলসে সিসা আছে : ভারতীয় আদালতে স্বীকারোক্তি

ম্যাগি নুডলসে সিসার উপস্থিতি রয়েছে বলে স্বীকার করেছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদনকারী কোম্পানি নেসলে।

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্টে মামলার শুনানীর সময় নেসলের আইনজীবী তাদের নুডলসে সিসার উপস্থিতির কথা স্বীকার করেন। তিনি আদালতকে বলেন, ‘নেসলের ২ মিনিটের নুডলসে সিসা আছে’

কেন তিনি সিসাযুক্ত নুডলস খাবেন?-সুপ্রিম কোর্টের বিচারপতির প্রশ্নের জবাবে ওই আইনজীবী
বলেন, ‘সিসা থাকে পারমিসিবল লিমিটের মধ্যে’।

এর আগে ২০১৫ সালে ভারতের ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনে (এনসিডিআরসি) নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সেদেশের ‘ক্রেতা সুরক্ষা মন্ত্রণালয়’। ‘ভুল লেবেলিং ও ভুল বিজ্ঞাপনের’ অভিযোগে এ মামলায় ৬৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়।

ম্যাগিতে প্রচুর পরিমাণে সিসা ও মনোসোডিয়াম গ্লুটামেট আছে বলে প্রমাণিত হওয়ার পর গত বছর ভারতের বাজার থেকে ম্যাগির সব পণ্য তুলে নিয়েছিল নেসলে ইন্ডিয়া।

আরইসলাম/০৩.০১.১৯

মতামত দিন