যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু ১২২৪, ছড়াচ্ছে দাবানলের মতো

মহামারীতে রুপ নেয়া করোনাভাইরাস দাবানলের মতো ছড়িয়েছে যুক্তরাস্ট্রে। গত ২৪ ঘন্টায় প্রানঘাতি এই রোগে মৃত্যু হয়েছে ১২২৪ জনের। আর আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে।

রোববার, ৪ এপ্রিল সকালে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারীতে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য।

রোববার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা তিন হাজার ৫৬৫ জন। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে নিউইয়র্ক শহরের ‍পূর্ব দিকের লং আইল্যান্ডে।

এখানে আক্রান্তের সংখ্যা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

অঙ্গরাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা এখানে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

এদের নিয়ে অঙ্গরাজ্যটির মোট মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়। সবচেয়ে বেশি ২৬২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্ক শহরে।

শহরটির হাসপাতালগুলো অসুস্থদের চিকিৎসা দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু তারপরও মৃত্যুর মিছিল ঠেকাতে পারছেন না।

মৃতদের কবর দেয়া নিয়ে রীতিমতো সংগ্রাম করছে শহরের মর্গগুলো। সংক্রমণের ঝুঁকি থাকায় গুরুতর অসুস্থ রোগীদের স্বজনরা তাদের প্রিয়জনের জীবনের শেষ মুহূর্তগুলোতেও পাশে থাকতে পারছেন না।

জেএম/রাতদিন