যুগান্তরের কাছে আমাদের আরও প্রত্যাশা রয়েছে -মাহবুবুজ্জামান আহমেদ

কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেছেন, ‘দৈনিক যুগান্তর দেশের জনপ্রিয় ও প্রতিষ্ঠিত সংবাদপত্র। এ সংবাদপত্রের মাধ্যমে দেশ ও সমাজ নানা ভাবে উপকৃত হয়েছে। তাই যুগান্তরের কাছে আমাদের আরও বেশি বেশি প্রত্যাশা রয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া জেলা লালমনিরহাটের উন্নয়নে যুগান্তর শক্তিশালী ভূমিকা রাখবে’। শনিবার যুগান্তরের ২১ বছর পদার্পণ উপলক্ষে কালীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, যুগান্তরে একসময় দেশের অনেক আলোচিত ঘটনা উঠে এসেছে। ওইসব ঘটনা আমরা যুগান্তর পড়ে জানতে পেরেছি। সেই যুগান্তর আজ ২১ বছরে পদার্পণ করল। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি’।

আলোচনা সভায় যুগান্তরের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রবিউল হাসান, এনটিভির রংপুর বিভাগের সিনিয়র রিপোর্টার ও রাতদিন নিউজের সম্পাদক একেএম মঈনুল হক, যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল।

এসময় কালীগঞ্জ প্রেসক্লবের সাবেক সভাপতি তিতাস আলম, তুষভান্ডার মহিলা কলেজের উপাধ্যক্ষ ও কালীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম কাঞ্চন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি হারুন অর রশীদ, আদিতমারী প্রেসক্লাব সভাপতি ফরহাদ আলম সুমন, সম্পাদক সুলতান হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, ডেইলি স্টারের লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়, বাংলা নিউজের খোরশেদ আলম সাগড়, কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সবুজ আলী আপন, বার্তা২৪.কম এর নিয়াজ আহমেদ সিপন, ভোরের কাগজের লালমনিরহাট মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পূর্ব পশ্চিমের রবিউল হাসান রবি, কালেরকেন্ঠর হাতীবান্ধা প্রতিনিধি হাসান মাহমুদ, সকালের সময়ের শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা শেষে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এনএ/রাতদিন