যুবলীগ নেতা হত্যা : দুই রোহিঙ্গা সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. শাহ ও মো. শুক্কুর।

পুলিশের দাবি, নিহত মো. শাহ ও মো. শুক্কুর টেকনাফের যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি। দেশের প্রথমসারির গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে এ খবর।

গতকাল শুক্রবার, ২৩ আগস্ট দিবাগত রাত ২টার দিকে জাদিমুরা পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মো. শাহ আকিয়াবের মংডুর সবির আহম্মদের ছেলে ও মো. শুক্কুর রাসিদংয়ের আবদুল আজিজের ছেলে। দুজনই বর্তমানে টেকনাফের জাদিমুরা শালবাগান শরণার্থী শিবিরে বসবাস করতেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, জাদিমুরা পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মো. শাহ ও মো. শুক্কুর নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন বলে জানান ওসি।

 নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক ও নয়টি তাজা ও ১২টি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়।

এবি/রাতদিন