যেসব পন্যের দাম কমতে পারে

২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ৪৮তম  এই বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ । সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ এই শ্লোগানে প্রণীত বাজেটে ভ্যাটের পরিধি যেমন ব্যাপক হারে  বিস্তৃত করা হয়েছে । তবে কর রেয়াত ও বিশেষ প্রণোদনার কারনে কমতে পারে কিছু পণ্যের দাম।

যেসব পণ্যের দাম কমছে:

চিকিৎসা সরঞ্জাম, রাইস কুকার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার,  খেলনা, চামড়া ও চামড়াজাত পণ্য, এলইডি টেলিভিশন, প্লাস্টিক রিসাইক্লিং, কৃষি যন্ত্রপাতি, পাউরুটি ও বনরুটি, হাতে তৈরি কেক ও বিস্কুট, দেশে উৎপাদিত লিফট, রেফ্রিজারেটর, এসি, মোটর, অগ্নিনির্বাপণ যন্ত্র, রপ্তানিমুখী পোশাক, ক্যান্সারের ওষুধ।