রংপুরের চার জেলায় রোববার আক্রান্ত ৪৯

গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুরে ২৬, কুড়িগ্রামে ১০, গাইবান্ধায় ৯ এবং লালমনিরহাটে চারজন রয়েছেন।

১৮৮টি নমুনা পরীক্ষা করে ওই ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, চিকিৎসক, নার্স ও হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন।

রোববার, ১২ জুলাই এসব তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তদের মধ্যে রংপুর নগরীর ১১জন, পীরগঞ্জে ছয়জন, মিঠাপুকুরে তিনজন, গঙ্গাচড়ায় পাঁচজন এবং কাউনিয়ায় রয়েছেন একজন।

কুড়িগ্রাম সদরে তিনজন, নাগেশ্বরীতে একজন, ভরুঙ্গামারীর এক শিশুসহ পাঁচজন, উলিপুরের একজন আক্রান্ত হয়েছেন।

গাইবান্ধা সদর আক্রান্ত হয়েছেন চারজন, পলাশবাড়ি উপজেলায় চারজন এবং গোবিন্দগঞ্জে একজন।

অপরদিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন দুইজন পুরুষ, হাতীবান্ধা ও পাটগ্রামে একজন করে নারী করোনায় আক্রান্ত হয়েছেন।

এবি/রাতদিন