রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ঢল

ঈদকে কেন্দ্র করে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে।ঈদুল আজহার দিন থেকে সেখানে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আরও কয়েকদিন এই অবস্থা চলবে বলে জানা গেছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর প্রয়াস সেনা বিনোদন পার্ক, ভিন্নজগত, ফ্যান্টাসি জোন, সিটি চিকলি পার্কসহ রংপুরের বিনোদন কেন্দ্রগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন জমজমাট থাকছে।

একই চিত্র দেখা গেছে, রংপুর চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভী উদ্যান, গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু, তিস্তা সড়ক সেতু, টাউন হল চত্ত্বর, বেরোবি ক্যাম্পাসসহ নগরীর আকাশ সিনেমা হল ও শাপলা টকিজে।

নিসবেতগঞ্জের স্মৃতিবিজড়িত রক্তগৌরব চত্ত্বর, ঘাঘট নদীর অংশবিশেষসহ পাশ্ববর্তী বিস্তৃত নিচু এলাকায় গড়ে ওঠেছে প্রয়াস সেনা বিনোদন পার্ক। এখানে সেনা সদস্যদের নিখুঁত কারিগরি পরিকল্পনায় বাঁশ ব্যবহারে সাজানো এ বিনোদন পার্কের মুল গেট পেরিয়ে প্রথমেই চোখে পড়বে অসংখ্য রকমারী দোকান। হস্তশিল্প সামগ্রী, খেলনা, খাবারের দোকান, নদীর বুকে ভাসমান বিলুপ্ত আশির দশকের বেশ কিছু নৌকা নজর কাড়ছে দর্শনার্থীদের।

অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের কোল ঘেঁষেই নির্মিত রংপুর সিটি চিকলি পার্ক। চিকলি বিলের আশপাশ ঘিরে সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজন। বিলের বুকে স্পিডবোর্ড চলছে দ্রুত বেগে।

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসা আরাফাত ইসলাম আরিফ বলেন, সারা বছরই কাজে ব্যস্ত থাকতে হয়। তাই ঈদের ছুটিতে ঘুরতে এসে বেশ ভালো লাগছে।

চিকলি বিনোদন কেন্দ্রে  হামিদা বেগম হিমুসহ বেশ কয়েকজন জানান, নগরীর এতো কাছাকাছি সুন্দর পরিবেশে এসে মন ভরে গেছে। সুশৃংখল পরিবেশে আমরা খুবই খুশি। এখানে না এলে ঈদের আনন্দটাই মিস করতাম।

এবি/রাতদিন