রংপুরের সব উপজেলায় ছড়ালো করোনা, বাড়ছে কুড়িগ্রামে

রংপুর জেলার সবগুলো উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সর্বশেষ আজ শুক্রবার, ১ মে জেলার পীরগাছা উপজেলায় দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে আজ এক দিনেই কুড়িগ্রামে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আজ রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (৩০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী (৪২), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী কর্মচারী (২৫), একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এক নারী (৩২), পীরগঞ্জ উপজেলার এক যুবক (২৫), পীরগাছা সদরের এক পুরুষ (৪০) ও তাম্বুলপুরের এক কিশোরী (১৫) করোনায় আক্রান্ত বলে পরীক্ষায় শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পীরগাছা উপজেলার কেউ করোনায় শনাক্ত হয়নি।

এর আগে রংপুরের কাউনিয়া, তারাগঞ্জ, গঙ্গাচড়া ও সদর উপজেলাতেও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সবমিলিয়ে পুরো রংপুর জেলায় শুক্রবার পর্যন্ত মোট ৪৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

এদিকে দিনদিন কুড়িগ্রামেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। শুক্রবারই একদিনে সর্বোচ্চ সাতজন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন, রাজারহাটের একই পরিবারের এক নারী (৪২), এক কিশোরী (১৭) ও এক শিশু (৯) এবং কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গার যুবতী (২৫), এক নারী (৩৫), উলিপুরের এক যুবক (২৮) ও চিলমারী উপজেলার এক কিশোর (১৪)। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ জনে পৌঁছাল।

কুড়িগ্রামের সিভিল সার্জন জানান, নতুন শনাক্তদের সকলে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা ফেরত।

এবি/রাতদিন