রংপুরের ৬ ইটভাটার জরিমানা, অবৈধ স্থাপনা ধ্বংস

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের জন্য ক্ষতিকর ও বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম থাকার অভিযোগে তাদের জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর এই অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহমুদ হাসান মৃধা।

অভিযানে এমএইচবি, এএফটি, আরডিএস, এমটিএস, এএসবি ও বিবিএ ইটভাটাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  এ ছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

মাহমুদ হাসান মৃধা বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‌্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে’।

আরআই/রাতদিন