রংপুরে অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে  পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ শনিবার, ১৬ জানুয়ারি দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি পরে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীদের অন্য দাবগিুলো হল, ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। সেশন জট নিরসন ও শর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, করোনার দোহাই দিয়ে ক্লাস পরীক্ষা না নিয়ে উপরন্তু ফি বাড়ানো হয়েছে। আগামীতে কোন পরীক্ষা গ্রহণের কোন উদ্যোগ না থাকায় অনশ্চিয়তার মধ্যে পড়েছি।

এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া কোন উপায় নেই জানিয়ে অবিলম্বে দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

আরআই/রাতদিন

মতামত দিন