রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, অর্থদন্ড-কারখানা সিলগালা

রংপুর নগরীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও চানাচুর তৈরির দায়ে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার, ১৪ মে দুপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. আলতাফ হোসেন জানান, নগরীর তাজহাটের জনৈক সিরাজ উদ্দিনের স্ত্রী মাসুদা আক্তারের লাচ্ছা ও চানাচুর তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি হচ্ছিল।

ফলে সিটি কর্পোরেশনের ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নানের ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে কারাখানাটি সিলগালা করে দেয়া হয়।

এইচএ/রাতদিন