রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

রংপুরে শীতের তীব্রতায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রোজিনা বেগম নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার, ২৮ ডিসেম্বর দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি শীত মৌসুমে আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪-এ। এরমধ্যে তিন নারী ও একজন শিশু রয়েছে।

রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এমএ হামিদ পলাশ জানান, গত ২১ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে রাতে তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছিলেন রোজিনা বেগম। ওইদিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

রোজিনার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গিয়েছিল বলেও জানান এই চিকিৎসক।

এদিকে, গত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রমেক হাসপাতালে চিকিৎসাধীন সাদিয়া (৪) ও আলম (৩৫) নামে দুইজন মারা গেছেন। তাদের একজন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও আরেক জন একই জেলার সাদুল্ল্যাপুরের বাসিন্দা।

এরআগে ২০ ডিসেম্বর রাতে ঠাকুরগাঁও জেলার ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে এই শীতে দগ্ধ হয়ে ১৬ জন চিকিৎসাধীন রয়েছে।