রংপুরে আটা-চকপাউডার মিশিয়ে ব্লিচিং পাউডার তৈরী, ৩ প্রতারক গ্রেপ্তার

রংপুরে আটা ও চক পাউডার মিশিয়ে ব্লিচিং পাউডার হিসেবে বিক্রির দায়ে তিন জনকে আটক করা হয়েছে। প্রতারকরা এসব প্যাকেট ৩০ থেকে ৪০ টাকা দরে বাজারে বিক্রি করছিলো।

শনিবার, ১১ এপ্রিল বিকেলে নগরীর হাড়িপট্টি এলাকা থেকে ওই ৩ জন প্রতারককে আটক করে মহানগর ডিবি পুলিশ।

আরপিএমপি ডিবি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বেশ কিছুদিন থেকে নগরীর হাড়িপট্টি এলাকায় ব্লিচিং পাউডারের নামে আটা ও চক পাউডার মিশ্রিত করে প্যাকেটে ভরে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে প্রতারক জাহাঙ্গীর আলম, খোকন সাহা ও এ আর গণিকে আটক করেন।

আরপিএমপি ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, এ প্রতারণার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে বলেও জানান তিনি।

জেএম/রাতদিন