রংপুরে আপ্যায়িত হওয়ার পর শিক্ষককে ছুরিকাঘাত করেছে ছাত্র

রংপুর নগরীর উত্তর বাবুখাঁ এলাকায় মোকছেদুর রহমান আরিফ নামের এক কলেজ শিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছে। রংপুর মডেল কলেজের মনোবিজ্ঞান বিভাগের ওই প্রভাষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গত রোববার, ১৬ আগস্ট দুপুরে নগরীর উত্তর বাবুখাঁ এলাকায় কলেজ শিক্ষক আরিফের বাসায় ঢুকে তৌফিক মিয়া নামের এক যুবক ছুরি দিয়ে আরিফের মুখ ও গলায় আঘাত করে। পরে এলাকার লোকজন তৌফিককে আটক করে গণপিটুনীর পর পুলিশের হাতে তুলে দেয়। তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক যুবক মিঠাপুকুরের শঠিবাড়ী কাঠালিয়া এলাকার মিঠু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত যুবক প্রথমে শিক্ষার্থী পরিচয় দিয়ে ওই বাসায় ঢোকে। তবে শিক্ষকের অনুপস্থিতিতে তার স্ত্রী আপ্যায়নও করে। পরে ওই শিক্ষক বাসায় তৌফকের পরিচয় জানতে চাইলেও সে পরিচয় না দিয়ে শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে আপত্তি জানালে পকেটে থাকা ছুরি দিয়ে শিক্ষককে আঘাত করে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়।

মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই বাবুল জানান, আমরা ঘটনাস্থল থেকে তৌফিক মিয়াকে আটক করি।

পুলিশ জানায়, তৌফিক ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মিঠাপুকুরের গোপালপুর টেকনিক্যাল কলেজে ভর্তি হন।

এ ঘটনায় প্রভাষক মোকছেদুর রহমান আরিফের স্ত্রী অধ্যক্ষ ফারহানা আক্তার রংপুর কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এবি/রাতদিন