রংপুরে আম বিক্রেতা খুনের অভিযোগে চাইনিজ হোটেলের মালিক গ্রেফতার

রংপুরে হোটেলের সামনে আম বিক্রির অপরাধে বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার অভিযোগে চাইনিজ হোটেল সিসিলির মালিক আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৩ জুন রাতে আলতাফ হোসেনকে হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সিসিলি হোটেল। হোটেল সামনে মানিক মিয়া নামে এক আম ব্যবসায়ী বাইসাইকেলে করে  আম বিক্রি করছিল।

৩১ মে দুপুরে হোটেলের সামনে বসে আম বিক্রি করার অভিযোগে হোটেল মালিক আলতাফ হোসেন আম বিক্রেতাকে বেদম মারপিট করে। এসময় আশপাশের লোকজন এসে মানিক মিয়াকে তার বাড়ি সদর উপজেলার পালি চড়ায় পাঠিয়ে দেয়।

পর দিন মানিক মিয়ার রক্তবমি শুরু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন পর চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় মানিক মিয়ার ভাই মাসুম মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে।

কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এন/ রাতদিন