রংপুরে আলাউদ্দিন, এভরিডে ও ফুলকুঁড়িতে ভেজাল পণ্য, ৪ লাখ টাকা জরিমানা

রংপুর নগরীর তিনটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় অপর একটি পলিথিন কারখানায় থাকা প্রায় ২০ লাখ টাকার পলিথিন ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার, ২৩ মে র‌্যাব-১৩ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, নগরীর জলকর এলাকার আলাউদ্দিন,  এভরিডে ফুড ও ফুলকুঁড়ি মিল্ক ব্রেড কারখানায় অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও পা্‌উরুটি তৈরি এবং প্যাকেটে আগাম মেয়াদ উত্তীর্ণের তারিখ পরিলক্ষিত হয়। ফলে তিন প্রতিষ্ঠানের মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভেজাল ও নিম্নমানের বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

এদিকে হনুমানতলা এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার পলিথিন ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান জানান, এসব প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা, ময়লা ও পচা তেল ব্যবহার করে খাদ্য সামগ্রী উৎপাদন করা হচ্ছিল।

এইচএ/রাতদিন