রংপুরে ইউপি নির্বাচন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আমিনুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিপক্ষ প্রার্থী। নগদ টাকায় ভোট কেনা ও কর্মীদেরকে হুমকি-ধামকির অভিযোগ তুলেছেন প্রতিপক্ষ লাঙ্গলের প্রার্থী রুহুল আমিন লিটন।

মঙ্গলবার, ২০ অক্টোবর সকাল সাড়ে নয়টায় শ্যামপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সাংবাদিকদের বলেন, নৌকা মার্কার প্রার্থী কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি-ধামকি ও ভোটকেন্দ্রের বাইরে নগদ ৬০০ টাকায় ভোট কিনছে কিন্তু প্রশাসন এখানে কোনো ভূমিকা রাখছে না।

অভিযোগ অস্বীকার করে নৌকা মার্কার প্রার্থী আমিনুর রহমান জানান, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এখানে টাকা দয়ে ভোট কেনা বা কোন প্রার্থীর কর্মীকে হুমকি দেয়া হচ্ছে না।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

জেএম/রাতদিন