রংপুরে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় কঠোর প্রশাসন, মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান

করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় রংপুরের প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা ধরণের পদক্ষেপ। সামাজিক দুরত্ব মেনে চলার ব্যাপারে গুরুত্ব দেয়া হচ্ছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দুরত্ব মেনে না চলা ব্যক্তিদের জরিমানাও করা হচ্ছে।।

আজ সোমবার, ৯ নভেম্বর বিকেলে রংপুর নগরীর সিটি বাজার, রাজা রাজমোহন রায় মার্কেট ও সুপার মার্কেট এলাকা, পায়রা চত্ত্বর, মেডিসিন মার্কেট, জাহাজ কোম্পানী মোড় ও বেতপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা মাস্ক ব্যবহার না করায় অর্ধশত ব্যক্তির জরিমানা করেন।

এসময় বাধ্যতামূলকভাবে হাটবাজারে ও জনসমাগম হয় এমন স্থানে মাস্ক ব্যবহারের আহবান জানান তিনি।

মাহমুদ হাসান মৃধা বলেন, করোনায় দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। করোনা প্রতিরোধে জেলা প্রশাসন শুরু থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জনসাধারণ যেন মাস্ক পরে সেজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরআই/রাতদিন