রংপুরে করোনায় উপ-স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ২৪

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন একজন উপ-স্বাস্থ্য পরিদর্শক মারা গেছেন। নজরুল ইসলাম (৪৫) নামে ওই ব্যাক্তি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

বুধবার, ১৫ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারি এলাকার বাসিন্দা ছিলেন। কোভিড-১৯ ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন।

বুধবার রাত নয়টার দিকে ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, নতুন একজনসহ জেলায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৯২৫ জন সুস্থ হয়েছেন।