রংপুরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, আজও এক নারীর মৃত্যু

রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মধ্যবয়সী করোনায় আক্রান্ত এক নারী মারা গেছেন। জামিলা খাতুন (৪৫) নামের ওই নারী পনের দিন আগে হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার, ২৫ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত জামিলা খাতুন রংপুর নগরীর স্টেশন রোড মাছুয়াপট্টি এলাকার বাসিন্দ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৯ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ সকালে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরননবী।

তিনি জানান, এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হলো।
এর আগে গতকাল বুধবার ২৪ জুন রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন মোল্লা (৬৮) এবং কুড়িগ্রাম চিলমারীর খালেদ হাবিব মুকুল (৫০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের একজনসহ জেলায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে।

গতকাল পর্যন্ত রংপুরে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৪৪০ জন।