রংপুরে করোনা আক্রান্তের সহায়তায় কাজ করবে পুলিশের কুইক রেসপন্স টিম

রংপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য ১৮ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। রংপুর জেলা পুলিশের উদ্যোগে এ টিম গঠন করা হয়।

বুধবার, ২৫ মার্চ থেকে এই টিম কার্যক্রম শুরু করে।

রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার পিপিএম’র উদ্যোগে টিম গঠন করা হয়।

কুইক রেসপন্স টিমের সদস্যদের জন্য ১টি এ্যাম্বুলেন্সসহ ২টি গাড়ী, প্রয়োজনীয় ইকুপমেন্ট প্রদান করা হয়েছে। টিমের সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

টিমটি সার্বক্ষনিক করোনা ভাইরাস পরিস্থিতি মনিটরিং করবে। এবং যে কোন জরুরী প্রয়োজনে দ্রুততার সাথে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করবে।

দেশ ও মানুষের কল্যাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে রংপুর জেলা পুলিশ সুপার জানান, জনগনের সর্বোচ্চ সেবায় রংপুর পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।

জেএম/রাতদিন