রংপুরে কোটি টাকার পলিথিন উদ্ধার, ব্যবসায়ীর দন্ড

রংপুর নগরীর তিনটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, এটি রংপুর বিভাগে পলিথিন উদ্ধারের সবচেয়ে বড় অভিযান।

এদিকে এ ঘটনায় পলিথিন ব্যবসায়ী ওবায়দুল ইসলামকে তিন মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৩’র অধিনায়ক মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার তিনটি গোডাউনে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় গোডাউনগুলো থেকে প্রায় ৪২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পলিথিনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

এবি/রাতদিন