রংপুরে গৃহবধূকে ধর্ষণ, ১৬ বছর পর নগদ অর্থসহ যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় দীর্ঘ ১৬ বছর পর আসামি রেজওয়ান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার, ৮ নভেম্বর বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেন। অভিযুক্ত আসামি রেজওয়ান আলীর অনুপস্থিতে এ রায় ঘোষণা করা হয়।

জানা গেছে, ২০০৪ সালের ২ মার্চ স্বামীর অনুপস্থিতিতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। ওই সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনার পরদিন ৩ মার্চ রেজওয়ানকে আসামি করে বদরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করা হয়।

তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে মামলায় ৮ জন সাক্ষী ও চিকিৎসকের সাক্ষ্য-গ্রহণ ও জেরা শেষে আসামি রেজওয়ান আলীকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।

এদিকে ধর্ষক পলাতক থাকলেও রায়ে সন্তোষ প্রকাশ করেন নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন। তিনি বলেন, দেরিতে হলেও নির্যাতিতা বিচার পেয়েছেন।

এনএ/রাতদিন