রংপুরে চিকিৎসাকেন্দ্রের দালাল চক্রের চার সদস্য গ্রেপ্তার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে চার দালাল চক্রের সদস্য গ্রেপ্তার হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর হাজিরহাট উত্তম মুন্সিপাড়ার আ. লতিফের ছেলে ওমর ফারুক (২৩), জুম্মাপাড়ার মাহফুজারের ছেলে আহসান হাবিব (৪২), গঙ্গাচড়ার চিলা খাল এলাকার মোশারফ হোসেনের ছেলে আলাউদ্দিন হোসেন (৩২) ও একই উপজেলার গজঘন্টা এলাকার সুলতানের ছেলে রুহুল আমিন (২৫)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, রংপুর মহানগরী এলাকার রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রতিদিন আসা রোগীরা নানাভাবে দালাল চক্রের সামনে পড়ছে। পরে দালালরা জোর করে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে গিয়ে প্রতারণা করছে।

গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় উত্তম প্রসাদ পাঠক অভিযানের নেতৃত্ব দেন।

আরআই/রাতদিন