রংপুরে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর মোগলটুলী এলাকার জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে রংপুর মহানগর ছাত্রদল।

আজ  মঙ্গলবার, ১ ডিসেম্বর ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বের হতে না হতেই মিছিলটি পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে সেখানেই সমাবেশ করে তারা। সমাবেশে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পুরানা মোঘলটুলী উচ্চ বিদ্যালয় করায় প্রতিবাদ জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কারমাইকেল কলেজের সভাপতি রবিউল ইসলাম রবি, মাহিগঞ্জ ছাত্রদলের আহবায়ক জুনায়েদ প্রমুখ।

আরআই/রাতদিন