রংপুরে জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়েছে ভাতিজা

রংপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাকে কুপিয়ে জখম করেছে ভাতিজা। চাচা আব্দুল জলিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার, ১৮ অক্টোবর বিকেল ৩ টায় নগরীর সিলিমপুর গ্রামের ৩১নং ওয়ার্ডে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর নগরীর সিলিমপুর গ্রামের ৩১নং ওয়ার্ডের আব্দুল খাতির উদ্দিনের পুত্র জলিল মিয়ার সাথে তার আপন ভাই আব্দুল করিম ও রহিমের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার জলিলের জমিতে ভাই আব্দুল করিম জোর পূর্বক চাষ করতে গেলে আব্দুল জলিল বাধা নিষেধ করে।

এ সময় নিজেদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে করিমের দ্বিতীয় পুত্র হাসমত ও হাসান আলী চাচা রহিমের হুকুমে ধারালো ছোরা দিয়ে চাচা জলিল মিয়ার মাথায় কোপ মারে, এতে আব্দুল জলিল গুরুতর জখম হন।

এদিকে করিমের স্ত্রী হাসনা বানুও লাঠি দিয়ে জলিল মিয়াকে এলোপাতাড়ি প্রহার করে।

জলিলের ছেলে য়াহেদুল মিয়া জানান, আমার বাবার কোন দোষ ছিল না। ওরা আমার বাবাকে একা পেয়ে মাথায় ছোরা দিয়ে কুপিয়ে হত্যার পরিকল্পনা করেছিল। এখন পর্যন্ত আমার বাবার কি হবে বলা যাচ্ছে না।

এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এনএইচ/রাতদিন