রংপুরে ট্রাকভর্তি টিসিবির পণ্য উদ্ধার, গ্রেপ্তার ১

রংপুরের নব্দীগঞ্জ থেকে টিসিবির বিপুল পারিমাণ খাদ্যপণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় টিসিবির একজন ডিলারসহ তিনজনের নামে মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার, ৬ মে ভোরের দিকে একটি ট্রাকসহ পণ্যগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে আছে, ৭৯৬ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি, ৪০০ কেজি ছোলা ও ৩০০ কেজি মশুরের ডাল।

পুলিশ জানায়, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেনের জামাতা রুহুল আমিন ও ছেলে রফিক উদ্দিন আড়তদারি ব্যবসার সাথে জড়িত। নব্দীগঞ্জ এলাকায় তাদের একটি গোডাউন আছে। সোমবার ওই গোডাউনে অভিযান চালিয়ে টিসিবির পণ্যগুলো উদ্ধার করে পুলিশ। এসময় রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য মতে, পণ্যগুলো ট্রাকে করে কালোবাজারে বিক্রির জন্য অন্যত্র পাঠানোর প্রক্রিয়া চলছিল। পণ্যগুলো টিসিবির ডিলার সোহেল মিয়ার। তারা টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি না করে বেশি দামে পাইকারি বাজারে বিক্রি করতো।

মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, এ ঘটনায় ডিলার সোহেল, রুহুল আমিন ও রফিক উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে জানিয়ে টিসিবির রংপুরের আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌলা সরকার বলেন, ‘টিসিবির পণ্য যাতে কেউ মজুদদারি করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।’

এবি/রাতদিন