রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু ও ‘অটোপাশের’ দাবি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সকল সেশনের ক্লাস শুরু ও অটোপাশ দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলেও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

রোববার, ২৫ অক্টোবর সকালে ডিপ্লোমা ঐক্য পরিষদেরে আয়োজনে নগরীর প্রেসক্লাবের সামনে শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী অন্যান্য শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অটো পাশের কথা বললেও ডিপ্লোমাদের বিষযে কোন সিদ্ধান্ত দেননি। একারণে আমরা হতাশ হয়ে পড়েছি।

তারা অটো প্রমোশনসহ অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ এবং ২য়, ৩য় ও ৪র্থ পর্বের সংক্ষিপ্ত সিলেবোসে দ্রæত পরীক্ষা গ্রহন অথবা অটো প্রমোশনের দাবি জানান।

আরআই/রাতদিন