রংপুরে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু, চলবে ৫ দিন

দেশব্যাপী করোনা গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে রংপুরে টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী চলবে আগামী পাঁচ দিন।

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর সকাল থেকে রংপুরের বিভিন্ন এলাকায় একযোগে এই কাযক্রম শুরু হয়। এদিন টিকাদান কেন্দ্রগুলোতে নারী ও পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে।

রংপুর বিভাগের ৮ জেলায় দ্বিতীয় ডোজের টিকা হিসেবে সিনোফার্মের চার লাখ ৪৬ হাজার ২৫২ ডোজ দেওয়া হচ্ছে। রংপুর বিভাগের স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন শুধু তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে তিনটি বুথের মাধ্যমে নারী ও পুরুষদের টিকা দেওয়ার কাজ চলছে। আগামী ৫ দিন এই টিকা কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, ৮ জেলার দুই হাজার ৪৪২টি কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে।

টিকা নেওয়ার পর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন গ্রহিতারা।

জেএম/রাতদিন

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (6)