রংপুরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সাইকেল র‌্যালি-সমাবেশ

রংপুরে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ব্যানারে সাইকেল র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আহ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রংপুর টাউনহল থেকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, রংপুর জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জুগেশ ত্রিপুরা, সহ-সভাপতি প্রহ্লাদ রায়, ছাত্রফ্রন্ট বেরোবির সভাপতি রিনা মুর্মু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্কসবাদী) রংপুর মহানগরের আহবায়ক সাজু বাঁশফোর প্রমুখ।

বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং হত্যার মতো ভয়াবহ ঘটনা সমাজে বাড়ছে।

এর আগে মহানগরীর লালবাগ ও পার্কের মোড় এলাকায় ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এবি/রাতদিন