রংপুরে নতুন সড়ক পরিবহন আইন বিষয়ে মতবিনিময় সভা

রংপুরে ট্রাফিক সচেতনতা ও নতুন সড়ক পরিবহন আইন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৮ নভেম্বর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সভা অনুষ্ঠিত হয়।

ট্রাফিক উত্তর পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার উজ্জল কুমার, সহকারি কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, সহকারি কমিশনার নাজরান রউফ, ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের ইন্সপেক্টর দোলোয়ার হোসেন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, সহ-সভাপতি তমিজ উদ্দিন।

এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুর মোহাম্মদ নুরু, সহ-সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, দপ্তর সম্পাদক সিদ্দিকুল ইসলাম টিটু, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মুকুল, সড়ক সম্পাদক মোতালেব হোসেন, আব্দুল মালেক, কবির হোসেন ইঁদু, কার্যকরী সদস্য মেহের উদ্দিন মেরু,ওবায়দুল ইসলাম সাজু, বাদশা মিয়াসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, গাড়ি চালক ও সহকারিরা উপস্থিত ছিলেন।

উপ-পুলিশ কমিশনার বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে আরপিএমপির ট্রাফিক বিভাগ নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন নীতিমালা, জরিমানা ও দন্ড বিষয়ে সচেতনতা মুলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিটি নাগরিকের দায়িত্ব হবে সড়ক আইন মেনে চলা। এজন্য পথচারী, পরিবহন মালিক ও চালকসহ সকলকে আরও সচেতন হতে হবে।

এনএইচ/রাতদিন