রংপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ১

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে ডুবে আশা মনি নামের সাত বছরের এক শিশু মারা গেছে। আরেক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার, ১২এপ্রিল দুপুরে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের যমুনেশ্বরী নদী সংলগ্ন এরশাদ ব্রিজের কাছে শিশুদের সাথে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ওই ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার মাস্টারপাড়ার মোশতাদুল হকের মেয়ে আশা মনি (৭) ও প্রতিবেশী অমিদুল হকের মেয়ে পাখি মনি (৬) অন্যদের সাথে যমুনেশ্বরী নদীর পাড়ে খেলা করছিলেন। খেলতে খেলতে নদীতে নেমে পড়লে তারা দুইজন পানিতে ডুবে যায়।

এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশা মনিকে মৃত ঘোষণা করেন। এছাড়া পাখি মনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সানাউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু আশা মনিকে মৃত অবস্থায় উদ্ধারকারী নিয়ে এসেছিলেন। তবে অপর শিশুর অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায়, তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণা করা হয়েছে।

জেএম/রাতদিন