রংপুরে নাসিম খাঁন স্মরণে এসপিজিআরসি’র আলোচন সভা

আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে কাজ করা সংগঠন দ্য স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপাট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) অন্যতম প্রয়াত নেতা এম নাসিম খাঁনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার, ২৮ আগস্ট এসপিজিআরসি রংপুর জেলা শাখা আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, কোরানখানি, শোকসভা ও দোয়া মাহফিল।

নগরীর বাবুপাড়ায় ২ নম্বর ইস্পাগানী ক্যাম্পে সকালে আয়োজিত শোকসভায় সভপাতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি মো. মাহামুদ আলম। মরহুম এম নাসিম খাঁনের জীবনী নিয়ে আলোচনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসিম শেখ, আলী আহমেদ, মো. আবু তৈয়ব হোসেন, খোরশেদ আলম, খোরশেদ আলম মুন্না ও ইরফান মাস্টার।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হত্যাকান্ডের শিকার তার পরিবারবর্গ, ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান এবং এম নাসিম খাঁনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে রংপুর রেল স্টেশন কবরস্থানে এম নাসিম খাঁনের কবর জিয়ারত করা হয়।

এবি/রাতদিন