রংপুরে নৈশকোচ খাদে পড়ে নিহত ১, আহত ৩০

রংপুর নগরীর মন্থনা গংগাহরী এলাকায় সৈয়দপুর-ঢাকা মহাসড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি নৈশকোচ খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ বাসযাত্রী।

শুক্রবার, ১৬ আগষ্ট দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কান্তি পরিবহনের একটি  বাস গংগাহরী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে  আহত বাসযাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়।

হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবি/রাতদিন