রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভুয়া প্রশ্ন বিক্রি, ৯ জনের জরিমানা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রির অভিযোগে রংপুরে সাবেক সেনাসদস্যসহ ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার, ২১ জুন রাত ১০টার দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

এর আগে শুক্রবার পরীক্ষা চলাকালে রংপুর মেট্রেপলিটন পুলিশ নগরীর মেডিকেল মোড়সহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, সেনা সদস্য সিদ্দিকুর রহমান, কলেজ শিক্ষার্থী সাব্বির হোসেন, সাদিকুল ইসলাম, আরাফাত হোসেন রিয়াদ, সিহাবা তাসমিন, দিলিপ রায়, খোরশেদ হোসেন, জাহাঙ্গির আলম ও শেখ ফরিদ।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওই ৯জন ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচএ/রাতদিন