রংপুরে ফেসবুকে প্রচারণা চালিয়ে তহবিল সংগ্রহ, অসহায় মানুষের পাশে জিলা স্কুলের প্রাক্তন ছাত্ররা

করোনাভাইরাস সংক্রমণ রোধে রংপুরে বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ হোটেল রেস্তোরাঁ। মহানগরীতে তাই বেড়েছে অসহায় দুস্থ ও কর্মহীন রিকশাওয়ালার সংখ্যা। আর মানবতার হাত বাড়িয়ে এদের পাশে দাড়িয়েছে রংপুর জিলা স্কুল ২০১৩ ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠন Stand For Humanity ।

বৃহস্পতিবার, ২ এপ্রিল বিকেলে রংপুর মহানগরীর পূর্ব শালবন, মিস্ত্রিপাড়া, ট্রাক স্ট্যান্ড, পালপাড়া এলাকায় Stand For Humanity ’র সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভেন্ট পরিচালনা ও নিজ পরিবার, বন্ধু-বান্ধব মিলে এসব খাবার সামগ্রীর তহবিল সংগ্রহ ও বিতরণ করেন।

এতে ১শত পরিবারের মাঝে চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবন হাফ কেজি, তেল হাফ লিটার ও সাবান ১ টা বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে মোস্তাইন বিল্লাহ কুয়াশা, ইউসুফ হোসেন আরমান, আদনান আকন্দ, স্নেহাশীস রয়, পীযূষ কান্তি সরকার, সাকিব রহমান রাকিন, রাফি লুসান, হাসান উল লুবানি সোহান, তাহমিদুর রহমান, আপন মহন্ত, সৌমিক রয়, রাকিবুল হাসানসহ তাদের বন্ধুমহল নিয়োজিত ছিলেন। এবং তাদের বিশেষ সহযোগিতায় ছিলেন নয়ন খান,মামুন সাজিদ, সজীব পাল সহ প্রমুখ।

এদিন শতাধিক অসহায়, দুঃস্থ ও শ্রমজীবি মানুষের মাঝে চাল, ডাল, তেল সাবান চালসহ বিভিন্ন সামগ্রী তুলে দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

জেএম/রাতদিন