রংপুরে বিনামূল্যে করোনা পরবর্তী চিকিৎসাসেবা

করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর করোনা পরবর্তী শারিরীক ও মানসিক জটিলতা নিরসনে বিনামূলে চিকিৎসা পরামর্শ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রংপুরে। আজ শনিবার, ৯ জানুয়ারি নগরীর গুড হেলথ হসপিটালের উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুড হেলথ হসপিটালের পরিচালক (প্রশাসন) ও সাবেক সিভিল সার্জন ডা. রনজিত কুমার, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, করোনামুক্ত সাংবাদিক আরিফুল হক রুজু প্রমখি।

এতে সভাপতিত্ব করেন গুড হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ মামুন রহমান।

পরে করোনা আক্রান্ত রোগীর করোনা পরবর্তী শারীরিক ও মানসিক জটিলতা নিরসনে কয়েকজন চিকিৎসক চিকিৎসা পরামর্শ দেন।

এবি/রাতদিন

মতামত দিন