রংপুরে বিপুল পরিমাণ পলিথিন জব্দ

রংপুর মেট্টোপলিটন ডিবি পুলিশ তিন হাজার ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে । আজ সোমবার, ২২ মার্চ ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার নগরীর নবাবগঞ্জ বাজারে কয়েক ঘন্টার সাঁড়াশি অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এতে চারটি পলিথিনের দোকান ও তাদের গুদামে অভিযান চালিয়ে সর্বমোট ১৫২ বস্তা পলিথিন (যার ওজন ৩০৪০ কেজি) জব্দ করা হয়।

অভিযানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফারুক আহমেদ নেতৃত্বে ইন্সপেক্টর সালেহ আহমেদ পাঠান, এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই গোলাম মোর্সেদ, এসআই তছলিম উদ্দিন আহমেদ, এসআই নাজমুল ইসলাম, এসআই আবু ছাইয়ুম তালুকদার, এসআই লাকু সরকার এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা অংশ নেন।

এইচএ/রাতদিন

মতামত দিন