রংপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩২

রংপুর মেট্রোপলিটন পুলিশ সোমবার, ২৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয় ইয়াবা ও হেরোইনসহ। বাকিরা বিভিন্ন থানার পরোয়ানভুক্ত আসামী। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর রেলস্টেশন এলাকা থেকে দুই গ্রাম হেরোইনসহ কবির শেখকে গ্রেপ্তার করে। সে বাবুপাড়া সাজাপুর এলাকার জামির শেখের ছেলে।

এদিকে তাজহাট থানা পুলিশ দর্শনা বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে। সে মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর এলাকার ওহায়েদ আলীর ছেলে।

অপরদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ অপর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার অভিযানে পরোয়ানাভুক্ত আরও ২৬ আসামী গ্রেপ্তার করা হয়। আর সোমবার মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মোটরযান আইন অমান্য করায় ১৯১টি মামলা দায়ের এবং ৫৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে।

এইচএ/রাতদিন